Saturday, July 2, 2016

"পাওনা গণ্ডা" ( নন্দা মুখার্জী ) 22.03.2007.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দুঃখ আমাকে পাষান করেছে ,
তাই হয়েছি আজ স্তব্ধ ;
চারিদিকে আজ শুধুই আঁধার -
চারিপাশের দুয়ার বন্ধ /
দিয়েছি অনেক-হারিয়েছি আরও বেশী ,
সহেছি শুধু - হয়নি কিছু লব্ধ ;
পিছন ফিরে তাঁকিয়ে দেখি -
সেখানেই দাঁড়িয়ে -
যেখানে আমি দাঁড়িয়ে ছিলাম ,
আপনের কাছে হাত বাড়িয়ে /
আপন আমাকে আঘাত করেছে ,
ভেঙ্গেছে আমার বিশ্বাস ;
ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলে ,
বন্ধ করেছে আমার নিঃস্বাস /
বিশ্বাস আজ মরীচিকা হয়েছে ,
ভালোবাসা হয়েছে সুখ-পাখি ;
গন্তব্যে পৌঁছাতে তাই বুঝি আমার -
এখনো অনেক বাকী /
হারবোনা আমি কোনো কিছুতেই ,
ভয়ে হটবো না পিছু ;
যে ভাবেই হোক -
আদায় কোরে নেবো ,
আমার জীবনে হারানো সবকিছু /
চালিয়ে যাবো সংগ্রাম আমি ,
যতদিন না হিসাব আমার মেলে ;
পাওনা গণ্ডা পেয়ে গেলেই আমি ,
বাঁচবো জীবনে হেসে - খেলে /
22.3.7

No comments:

Post a Comment