*বুমেরাং* (নন্দা মুখার্জী ).
**************************
বাবা,তুমি যাচ্ছ কোথায় ?
মায়ের সাথে সেজে -
আমায় কেনো বলছো নাগো ?
তোমাদের সাথে যেতে ?
ছেলের কথা শুনে বাবা ,
মুচকি হেসে বলেন -
যাচ্ছি আমরা বৃদ্ধাশ্রমে,
তোমার ঠাকুমা থাকেন যেখানে /
আমাকে তোমরা নিয়ে যাও সাথে ,
দেখবো আমি জায়গাটা ,
আমি যখন হবো বড়ো ,
থাকবে তোমরা কোথায় ?
বুঝতে হবেই আমায় ব্যাপারটা !
তোমরা বলো তোমাদের দেখে ,
শিখি যেনো সকল কিছু -
তাইতো আমি শিখতে চাই ,
ছেলে অনেক বড় হলে ,
কোথায় থাকে বাপ্ ও মায় !
------------------------------
( নন্দা মুখার্জী ) 27.7.16 1 AM.
**************************
বাবা,তুমি যাচ্ছ কোথায় ?
মায়ের সাথে সেজে -
আমায় কেনো বলছো নাগো ?
তোমাদের সাথে যেতে ?
ছেলের কথা শুনে বাবা ,
মুচকি হেসে বলেন -
যাচ্ছি আমরা বৃদ্ধাশ্রমে,
তোমার ঠাকুমা থাকেন যেখানে /
আমাকে তোমরা নিয়ে যাও সাথে ,
দেখবো আমি জায়গাটা ,
আমি যখন হবো বড়ো ,
থাকবে তোমরা কোথায় ?
বুঝতে হবেই আমায় ব্যাপারটা !
তোমরা বলো তোমাদের দেখে ,
শিখি যেনো সকল কিছু -
তাইতো আমি শিখতে চাই ,
ছেলে অনেক বড় হলে ,
কোথায় থাকে বাপ্ ও মায় !
------------------------------
( নন্দা মুখার্জী ) 27.7.16 1 AM.
No comments:
Post a Comment