*বর্বর মানুষ * ( নন্দা মুখার্জী ).
******************************
মানুষ এখন বর্বরতায় পূর্ণ ,
হিংসায় ছেঁয়ে গেছে সারা বিশ্ব ,
বিচার বুদ্ধি সকলের পাচ্ছে লোপ ,
দিনে দিনে বাড়ছে শুধুই লোভ ,
নিরীহ মানুষকে করছে খুন ,
ধর্মান্ধতার দোহাই দিয়ে ,
ধর্মকেই কোরছে অপমান !
গীতা,বাইবেল,কোরান- কোথায় আছে লেখা ?
নিরীহ মানুষকে মেরে জেহাদ পাওয়া -
এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনেও ,
আছে সেই অর্থ লিপ্সা -
আছে এক ধরণের মানসিক বিকার ,
কিছু বোকা মানুষকে বুঝিয়ে ,
নিজেরা হেফাজতে থেকে ,
বিকারগ্রস্ত মনের কার্য সিদ্ধি করা ,
বোকা,অবোধেরা একবার ভাব -
এই নিরীহ মানুষগুলোর মধ্যে ,
তোর পরিবারেরও কেউ থাকতে পারে !!
-----------------------------------------------
( নন্দা মুখার্জী ) 20.7.16 8-45PM.
******************************
মানুষ এখন বর্বরতায় পূর্ণ ,
হিংসায় ছেঁয়ে গেছে সারা বিশ্ব ,
বিচার বুদ্ধি সকলের পাচ্ছে লোপ ,
দিনে দিনে বাড়ছে শুধুই লোভ ,
নিরীহ মানুষকে করছে খুন ,
ধর্মান্ধতার দোহাই দিয়ে ,
ধর্মকেই কোরছে অপমান !
গীতা,বাইবেল,কোরান- কোথায় আছে লেখা ?
নিরীহ মানুষকে মেরে জেহাদ পাওয়া -
এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনেও ,
আছে সেই অর্থ লিপ্সা -
আছে এক ধরণের মানসিক বিকার ,
কিছু বোকা মানুষকে বুঝিয়ে ,
নিজেরা হেফাজতে থেকে ,
বিকারগ্রস্ত মনের কার্য সিদ্ধি করা ,
বোকা,অবোধেরা একবার ভাব -
এই নিরীহ মানুষগুলোর মধ্যে ,
তোর পরিবারেরও কেউ থাকতে পারে !!
-----------------------------------------------
( নন্দা মুখার্জী ) 20.7.16 8-45PM.
No comments:
Post a Comment