Friday, July 8, 2016

*কিছু না বলা কথা * ( নন্দা মুখার্জী )
++++++++++++++++++++++
টেবিল ল্যাম্পের আলো -
দেখা যায়না খুব একটা ভালো -
তাকে সঙ্গী করেই আমি -
লিখে যাই পাতার পর পাতা -
ভাবের আকাশে বিরাজিত সব -
লিখে যাই একা একা /

সকলে ঘুমিয়ে যখন পরে -
নিস্তব্ধ ঘরে, লিখে চলি আনমনে -
ফিরে যাই আমি ;
ফেলে আসা দিনের -
ভালোবাসার সেই অতল গহনে /
সেই অবকাশে,তুমি এসে দাড়াও -
যখন সামনে আমার -
বুকের ভিতর শিহরিত হয় -
জমানো ব্যথা হয় তোলপাড় /
কি জানি তখন কি লিখি আমি ?
সেগুলি কি সবই আমার মনের ব্যথা ?
তোমার মনের কোনো কথা কি -
আমার ডাইরীর পাতায় হয় না লেখা ?
যখন তুমি আনমনা ভাবে -
একলা বসে রবে ঘরে ;
হয়তো কোনো বইয়ের পাতায় -
দৃষ্টি তোমার হবে স্থির ,
ভালোবাসার সেই দিনগুলির কথা -
নাইবা থাকুক মনে ;
আমার নামটি ভোলোনি তুমি -
রেখেছো সংগোপনে -
বইয়ের পাতায় লেখা নামটি দেখে ,
তরতর গতিতে -
পড়ে ফেলবে লেখাটি আমার -
হয়তোবা এক নিঃশ্বাষে /
পড়া শেষে তুমি উদাস হয়ে -
তাকাবে জানালা দিয়ে  ,
মনে মনে বলবে তুমি -
ভুলতে আমি পারিনি গো -
আজ যে তোমায় /
""""""""""""""""""""
 ( নন্দা মুখার্জী ) 1.7.16  3PM.

No comments:

Post a Comment