Tuesday, July 19, 2016

*বোঝো না আমায়*  ( নন্দা মুখার্জী )
++++++++++++++++++++++
এখন আমি কাছে আছি ,
   তাই বুঝি আমায় বোঝো না ,
যদি কখনো যাই হারিয়ে ,
   আমায় কিন্তু খুঁজো না /
কাজের শেষে যখন সন্ধ্যায় ,
   ফিরবে তুমি ঘরে ,
ছবির পানে তাকিয়ে কিন্তু ,
   চোখের জল ফেলো না /
সন্ধ্যাবেলায় ভেবো না তুমি ,
   তুলসীতলায় প্রদীপ জ্বালবো আমি ,
তাই বলে তুমি কিন্তু ,
   অন্ধকারে থেকো না /
আমার সাধের তুলসীতলায় ,
   জ্বেলে দিও- প্রদীপ খানি ,
তাঁকিয়ে দেখো শিখাটির দিকে ,
   দেখতে আমায় পাবে তুমি /
এখন আমি আছি কাছে ,
   আমার সকল ভালোবাসা হোলো মিছে ,
সত্যিই যদি যাই হারিয়ে ,
   তখন তুমি বুঝবে কি ?
তুমি কি হারালে  ?
,,,,   ,,        ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
( নন্দা মুখার্জী ) 13.6.16  12-45AM.
 

No comments:

Post a Comment