Friday, July 15, 2016

*প্রথম ভালোবাসা* ( নন্দা মুখার্জী )
"""""""""""""""""""""""""""""""""""
ভালোবাসা কথাটা খুব মধুর শুনতে -
 আবার অনেকের কাছে এটা খুব বেদনার -
জীবনের প্রথম ভালোবাসা -
 খুব কম মানুষ ই নিজের কোরে পায় /
আর যারা পায় না -
 আজীবন তারা ভুলতে পারে না -
প্রথম ভালোবাসার স্মৃতি -
 হোক না সে যতই কষ্টের -
তবুও তাকে ভোলা যায় না /
ঝড়ের মতোই জীবনে ভালোবাসা আসে -
 অনেকের জীবন তচনচ করে দেয় -
আবার অনেকের- সুন্দর ভাবে গড়ে দেয় -
 জীবনে প্রথম যে ভালোবাসতে শেখায় -
চরম আঘাতটা হয়তো প্রথম সেই দেয় /
তবুও মানুষ ভুলতে পারে না -
 সেই ভালোবাসার কথা -
প্রথম হাতে হাত রাখার সেই অদ্ভুত অনুভূতি -
 প্রথম ছোঁয়ার শরীর ও মনের শিহরণ !
যা হারিয়ে গেলেও থেকে যায় ,মনের গভীরে /
হয়তো কোনোদিনও তাকে -
 কারও কাছেই আর  প্রকাশ করা যায় না -
কিন্তু সে থাকে - থাকে গহন মনে -
 সকলের ধরা ছোঁয়ার বাইরে /
সে ভালোবাসা যতই -
 লজ্জা ,অপমান আর বেদনার হোক না কেন -
মাঝে মাঝে তারই জন্য -
 রাতের আঁধারে কারও কারও বালিশ ভেজে -
কেউ জানতেও পারে না /
জীবনের প্রথম ভালোবাসাকে কেউ ভুলতে পারে না -
 স-যত্নে না হোক,মনের যে কোনো খানে -
একটা জায়গা তার জন্য আমৃত্য থেকে যায় -
 যে কিছুটা মাঝে মাঝে একাকিত্বকে সঙ্গ দেয় /
*****************************************
( নন্দা মুখার্জী ) 28.6.16  2 AM.
 

No comments:

Post a Comment