Monday, July 4, 2016

*চোর* (নন্দা মুখাৰ্জী ) 1.7.16
===================
চোর চোর রবে চিৎকার কোরে ..
উঠলো জনতা ,
সবাই দৌড়ালো চোরের পিছনে -
কি চুরি হয়েছে জানে না কেউ তা ,
ধাওয়া কোরলো পথিকেরা সকলে -
আবালবৃদ্ধবনিতা /
চোর পরে ধরা ,
মুখে নেই কথা ,
ছাড়েনা কেউ তারে ,
পিছনে ধাওয়া করা সাধুরা /
বেদম প্রহার ,লাথি ঘুষি সব ,
একে একে পড়লো চোরের গায়ে ,
তবুও সে খোলে না হাত ;
মুঠি কোরে আছে ধরে /
মরণাপন্ন ,অচৈতন্য চোরের ,
 মুঠি খুলে জোড় করে ;
দেখলো সকলে চুরি করেছে সে ,
একটি মাত্র পোড়া রুটি /
যে যার মতন আধমরা চোরকে রেখে ,
যাচ্ছে যখন চলে ;
ছ ,সাত বছরের একটি মেয়ে ,
আসলো দৌড়ে ঐ চোরের কাছে ,
যার কাছে সে চোর নয় ;
শুধু তার বাবা /
কেঁদে বলে বাবা," তুমি কথা বলো -
আর কখনো বলবো না ,
আমার খিদের কথা,
ওরা কেন তোমায় মারলো এতো ,
কেনো দিলো এতো ব্যথা ?"
একখানি রুটি নিয়েছো তুমি ,
কি এমন অপরাধ তাতে ;
ঐ তো সেদিন ঘোষদের বাড়িতে ,
কি জানি কি উৎসব ছিলো ,
কত খাবার তারা ফেলে দিলো বাবা ,
দিলো নাগো আমাদের খেতে /
আস্তে আস্তে ওঠো বাবা তুমি ,
রুটিটা ওদের দাও দিয়ে ;
ঐ রুটির জন্যই মেরেছে তোমায় ,
তাই ওটাই ওদের দাও ফিরিয়ে /
নন্দা মুখাৰ্জী . 1.7.16  9-30PM.

No comments:

Post a Comment