......................*পরজম্ম*....................... হয়তো জীবনে হারিয়ে যাবো -
তোমার হতে আমি -
হাজার তারার মাঝে তখন ,
খুজবে আমায় তুমি -
দেখবে তুমি একটি তাঁরা -
দিচ্ছে বেশী আলো -
যেমন কোরে জীবনে তোমায় -
বেসেছিলাম, অনেক- ভালো ;
চোখ দুটি তোমার ঝাপসা হবে ,
মুছবে রুমাল নিয়ে , আমার পরশ পেয়ো তুমি -
বুকেতে হাত দিয়ে /. অনেক মানুষ থাকবে পাশে তবুও হবে একা -
না হয় পেলাম এ জনমে
পরের জনমে পাবোই পাবো দেখা /. 30.12.15
তোমার হতে আমি -
হাজার তারার মাঝে তখন ,
খুজবে আমায় তুমি -
দেখবে তুমি একটি তাঁরা -
দিচ্ছে বেশী আলো -
যেমন কোরে জীবনে তোমায় -
বেসেছিলাম, অনেক- ভালো ;
চোখ দুটি তোমার ঝাপসা হবে ,
মুছবে রুমাল নিয়ে , আমার পরশ পেয়ো তুমি -
বুকেতে হাত দিয়ে /. অনেক মানুষ থাকবে পাশে তবুও হবে একা -
না হয় পেলাম এ জনমে
পরের জনমে পাবোই পাবো দেখা /. 30.12.15
No comments:
Post a Comment