Thursday, July 21, 2016

*আগে কেনো এলেনা*  ( নন্দা মুখার্জী ).
*************************************
অনেকদিন পরে তুমি -
       আমার বাড়ি এলে -
অভিমান আর কোরবো নাগো -
       সে বয়স কবেই গেছে চলে /
সকল কিছু ভুলে যদি -
       আসলে তুমি আবার -
কেনো ক'দিন আগে এলেনা -
      ভুল ভাঙ্গাতে আমার /
তোমার ভালোবাসায় ছিলো -
       আমার মনে দ্বন্দ্ব -
তোমায় আমি ভেবেছিলাম -
     মানুষটা বুঝি তুমি মন্দ /
ভুল যখন ভাঙ্গলো আমার -
      তুমি তখন অনেক দূরে -
সদায় থাকো ব্যস্ত কাজে -
       আমি ছিলাম তোমার বিহনে /
তবুও আমি আশায় ছিলাম -
      একদিন তুমি আসবে -
সত্যি করে বলোতো !
       তুমি কি সেই আগের মতোই -
আমায় ভালোবাসবে ?
( নন্দা মুখার্জী )  15.6.16  2AM.

No comments:

Post a Comment