Wednesday, July 13, 2016

*স্বপ্নের ভালোবাসা* (নন্দা মুখার্জী )
•••••••••••••••••••••••••••••••••
নাইবা পেলাম এ জনমে ,
     তোমার দেখা আমি -
স্বপ্নে তোমায় দেখি ওগো ,
     স্বপ্নেই থাকো তুমি /
মনটা মোদের নরম যেমন ,
     কঠিন ও হয় তেমন -
তোমায় নিয়ে কল্পনাতে ,
     রচেছি অনেক স্বপন /
একই সাথে থাকতে গেলে ,
     মান-অভিমান,ঝগড়া-ঝাটি হবে ,
স্বপন মাঝেই থাকো তুমি -
     সত্যিকারে এসোনা মোর জীবনে /
স্বপ্নে আমার রাজা তুমি ,
     আমি তোমার রানী ,
তোমায় আমি ভালোবাসি -
     এটাই শুধু জানি /
কাছে তুমি আসলে আমার ,
     যাবে স্বপন ভেঙ্গে ,
মানুষ বড়ো স্বার্থপর হয় -
     এ দুনিয়ার রঙ্গে /

( নন্দা মুখার্জী ) 10.7.16  12-20AM.

No comments:

Post a Comment