.............*মঙ্গল করো*............... আরও একটি বছর চলে গেলো -
ছোটরা একটু বড়ো হলো -
মধ্য বয়সীদের একটি বছর কমে গেলো
সংসারের যাতা কলে,পড়েছে সবাই -
সুখের চেয়ে দুঃখ বেশী,
জেনে গেছে সব্বাই -
এমনি করেই কেটে যাবে, সারা বছর ধরি
দিতেই হবে সকলকে-
জীবন সাগর পারি-
গেলো যে বছর চলে -
তার দুঃখগুলি যাও ভুলে -
অন্ধকারের পড়েই আলো যেমন আসে - অমাবস্যার পড়েই চাঁদ টি তেমন হাসে -
চাঁদের মতই হাসো,সারা বছর ধরি -
দুঃখ ভুলে সবাই মিলে,এক সাথেই চলি -
ভালো থেকো,সুস্থ্য থেকো -
হোক জীবন সকলের শান্তিময় - সকলের করো, মঙ্গল তুমি - ওগো - মোদের মঙ্গলময় / 31.12.15
No comments:
Post a Comment