Monday, July 18, 2016

"একটি কলমের আত্মকাহিনী " ( নন্দা মুখার্জী )
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আমার খুব ইচ্ছা করে ,
    নিজের জীবনী লিখতে -
কিন্তু লিখবো আমি কেমন করে ?
     অন্যের উপরেই তো আমি নির্ভরশীল ,
আমার নিজের কোনো ইচ্ছা শক্তি নেই /
     অন্যেরা আমায় দিয়ে -
তার মনের ইচ্ছা শক্তি ব্যক্ত করে /
     তাতে অবশ্য আমার কোনো দুঃখ নেই  ,
আমার সাহায্যেই তো -
     পৃথিবীতে সকলে বিখ্যাত হয় /
আমার খুব আনন্দ হয় -
     যখন কেউ জগৎখ্যাত হয় ,
তার পিছনে আমার দান যে অনেক ;
     প্রতি মুহূর্তে আমি -
অন্যের জন্য পরিশ্রম করছি -
     কবে,কিভাবে আমার জম্ম হয়েছিল -
সে সম্পর্কে আমার স্পষ্ট কোনো ধারণাও নেই /
এই যে দিনরাত আমি পরিশ্রম করছি -
     তাতে আমার বেশ আনন্দই হয় ,
আমার কষ্ট হয় তখনই -
     যখন কেউ কোনো অসাধু চুক্তি ;
স্বাক্ষর করে আমাকে দিয়ে ,
     প্রতিবাদ কোরতে ইচ্ছা হয় ,
ইচ্ছা করে গর্জে উঠতে -
     বিদ্রোহ কোরতে মন  চাই -
কিন্তু আমি যে অসহায় -
     অন্যের উপর নির্ভরশীল ,
নিজের যে আমার কোনোই ক্ষমতা নেই /
আবার আমি খুব আনন্দ পাই -
     যখন দেখি তোমরা আমাকে  সুন্দর ভাবে ,
কোনো মিউজিয়ামে সাজিয়ে রাখো -
     আর তার নিচুতে-আমাকে দিয়েই লিখে রাখো -
সেই সব মনীষীদের নাম ,
     যাঁরা আমায় দিয়ে লিখেই ;
পৃথিবী বিখ্যাত হয়েছেন ,
     তখন আমার মনে হয় ;
আমার জীবন ধন্য ,
     ধন্য-ঐ সব বিশ্বখ্যাত মনীষীদের জন্য /
( নন্দা মুখার্জী )  23.6.16  12-30AM.

No comments:

Post a Comment