*ফাঁকিবাজ*
(নন্দা মুখার্জী )
মাগো আমায় বলবি না আর -
শুধু কেবল পড়তে ,
বইয়ের বোঝা পিঠে চাপিয়ে ,
স্কুলেতে যেতে /
টিফিন সব খেয়ে নেয় -
বন্ধুরা সকল মিলে ,
আমি যে মা তোর বোকা ছেলে ,
দেখি কেবল চেয়ে /
তার চেয়ে বরং লিখবো আমি -
বসে গাছের ছাওয়ায় ,
ভরিয়ে দেবো কাগজের পর কাগজ , গানে ,গল্পে ,কবিতায় /
হাসছো কেনো ? শোনো মাগো -
জানি আমি, বিশ্ব কবির কথা ,
পড়াশুনা কোরবো কম ,
লিখবো শুধুই কবিতা /
যখন ছিলেন তিনি -
মায়ের ছোট্ট রবি ,
তখন কি জানতেন, মা ?
একদিন হবেন বিশ্বকবি /
আমিও মা পড়বো কেবল -
শুধু তোর কাছেতে যত ,
প্রভাতের রবির মতো দেবো কিরণ , হবোই হবো বিশ্বখ্যাত /
নন্দা মুখার্জী 24.7.16.
(নন্দা মুখার্জী )
মাগো আমায় বলবি না আর -
শুধু কেবল পড়তে ,
বইয়ের বোঝা পিঠে চাপিয়ে ,
স্কুলেতে যেতে /
টিফিন সব খেয়ে নেয় -
বন্ধুরা সকল মিলে ,
আমি যে মা তোর বোকা ছেলে ,
দেখি কেবল চেয়ে /
তার চেয়ে বরং লিখবো আমি -
বসে গাছের ছাওয়ায় ,
ভরিয়ে দেবো কাগজের পর কাগজ , গানে ,গল্পে ,কবিতায় /
হাসছো কেনো ? শোনো মাগো -
জানি আমি, বিশ্ব কবির কথা ,
পড়াশুনা কোরবো কম ,
লিখবো শুধুই কবিতা /
যখন ছিলেন তিনি -
মায়ের ছোট্ট রবি ,
তখন কি জানতেন, মা ?
একদিন হবেন বিশ্বকবি /
আমিও মা পড়বো কেবল -
শুধু তোর কাছেতে যত ,
প্রভাতের রবির মতো দেবো কিরণ , হবোই হবো বিশ্বখ্যাত /
নন্দা মুখার্জী 24.7.16.
No comments:
Post a Comment