Friday, July 8, 2016

*সুখে থাকো * ( নন্দা মুখার্জী ) 21.6.16
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কপালে তোমার লাল টিপ -
   দেখতে লাগছে বেশ !
লালপাড়ে হলুদ শাড়িতে -
   তোমায় মানিয়েছে বেশ !
টিপটি যখন পড়ো তুমি -
   ভাবো কি কখনো আমার কথা ?
সকল সুখ তোমার থাক ;
   ভাঙ্গা মনে পড়ে থাক ,
আমার সকল ব্যথা /
বেকার ছেলের ভালোবাসার ,
   নেই যে কোনোই অধিকার -
তাই বুঝি মোর স্বপ্ন ভেঙ্গে ,
   করেছো চুড়মার /
এক গাঁয়েতে থাকার ফলে ,
   একই স্কুলে পড়া -
এক কলেজে ভর্তি হওয়া -
   একই সাথে বাড়ি ফেরা /
কখন যেন ভালোবেসে -
   ফেলেছিলাম তোমায় ,
বুঝতে আমি পারিনি ;
তুমি-ভালোবাসোনা আমায় /
যেদিন প্রথম জানালাম তোমায় -
   আমার ভালোবাসার কথা ;
অট্টহাসি হেসে সেদিন -
   দিলে আমার প্রাণে ব্যথা /
আমায়  কখনোই  ভালোবাসোনি -
   বন্ধু ভেবেই মিশেছো তুমি ,
কখনো প্রেমিক হিসাবে চাওনি /
বেকার আমি-চাকরি পেতে -
   এখনো ঢেড় দেরি ;
ততদিন কি থাকবে বসে ,
   হয়ে তুমি আইবুড়ি /
তোমার কথার উত্তর দিতে -
   কথা থেমে গেলো মুখে ;
হেসে উঠে বললাম তোমায় ,
   কেমন করলাম অভিনয় ?
আমিও যে তোমায় বন্ধুই ভাবি ,
   এ ছাড়া অন্য কিছুই যে নয় /
বুঝতে আমি দিইনি তোমায় -
   আমার মনের কষ্ট ;
সব স্বপ্ন আমার ভেঙ্গে গেলো সেদিন ,
   মনে হোলো,জীবনটাই বুঝি হলো নষ্ট /
আজ যখন তুমি স্বামীর সাথে -
   এসেছো বাপের ঘরে ,
সোনার আভরণে ঢেকে গেছে শরীর ;
   এসেছো দামি গাড়ি চড়ে /
ভাবি আজ, আমি তো কোনোদিন -
   এ সুখ তোমায় পারতাম না দিতে ;
যত কষ্ট সব আমার থাক ,
   তুমি শুধু থাকো সুখে /
( নন্দা মুখার্জী ) 21.6.16  2AM.

No comments:

Post a Comment