Tuesday, July 5, 2016


"কপাল"    


(নন্দা মুখার্জী )                                                                 দেবেশ সদ্য়, সদ্য় চাকরি পেয়েছে l সরকারী , সামান্য ক্লাক এর চাকরি l তবুও মায়ের ইচ্ছা বিয়ে দেওয়ার l বাবা, কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ কর্মী ছিলেন l এখন মোটা টাকা পেনশন পান l  স্বামী, স্ত্রী ও একমাত্র ছেলে দেবেশ l সুখী সংসার l কিছুদিন হোলো, দেবেশদের  বাড়ির পাশেই এক পরিবার ভাড়াটিয়া হয়ে এসছে l  মায়ের কাছে দেবেশ গল্প শুনেছে, এক মেয়ে গ্রাজুয়েশন করেছে, আর তার মা বাবা l সচ্ছল পরিবার l মেয়েটি দেখতে নাকি খুব ই সুন্দরী l একদিন দেবেশ ছাদে বিকালের দিকে পায়চারী কোরছে- হঠ্য়াত দেখে মেয়েটিও তাদের ছাদে l  অবাক হোয়ে যায় দেবেশ তাকে দেখে l মনে মনে ভাবে "এতো সুন্দর দেখতে l আচ্ছা, মা তো আমার বিয়ের জন্য মেয়ে খুজছে , এই মেয়ে টাকে  মা চোখে দেখতে পারছে না ?? প্রথম দেখাতেই মেয়েটির প্রেমে পড়ে যায় দেবেশ l মেয়েটি কিন্তু দেবেশ কে খেয়াল ও করে না l কিছুক্ষণ পর মেয়েটি ছাদ থেকে নেমে যায় l দেবেশ ও আনমনা ভাবে নীচে নেমে আসে l প্রায় রোজ ই মেয়েটির সাথে দেবেশের এদিকে ওদিকে যেতে দেখা হতে লাগলো দেবেশ যেন মেয়েটিকে দেখে চোখ ফেরাতেই পারে না এতো তার রূপ l ইতিমধ্যে মেয়েটির নামটা ও জেনে নিয়েছে দেবেশ l ওর ডাক নাম পিউ l পিউকে একদিন বাইরে বেড়োতে  দেখে দেবেশ তার পিছু নেয় l পিউ কিছুটা যেয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে, দেবেশ ঠিক তার পিছনে l পিউ ব্যাগটা খোলে ; ছোট একটা কাগজের চিরকুট ফেলে দিয়েই হন-  হন কোরে হাটতে শুরু করে l দেবেশ আনন্দে আত্মহারা হয়ে কাগজের চিরকুটটা তুলে নেয় l চিরকুটটা খুলে দেখে- তাতে লেখা,  "ও রকম ক্যাবলার মতো আমার দিকে তাকাবে না"l দেবেশ ভাবে,  যাক ক্যাবলা ভাবুক আর যায় ভাবুক মনে হয় চোখের ভাষা টা বুঝতে পেরেছে l কিছুদিন পরে দূর্গা পূজা ছিলো l  পূজার সময় পিউরা গ্রামের বাড়িতে যায় , ভাই ফোটার আগে ফেরে l দেবেশ মায়ের কাছে  গল্প শুনেছে l দেবেশ স্থির করে ভাই ফোটার পরেই মা কে কথাটা বলবে l                                                                    ভাই ফোটার দিন সকাল l হঠ্য়াত কলিং বেলটা বেজে ওঠে l দেবেশ তখনও বিছানা ছাড়েনি l তার মা যেয়েই দরজাটা খুলে দিলেন l ঘর থেকেই দেবেশ শুনতে পেলো- মা বলছেন, "একি মা , মেয়ে একসাথেই l আসুন, আসুন ভিতরে আসুন" l দেবেশ  লাফ দিয়ে উঠে বসলো খাটের উপর l দেবেশ শুনতে পেলো পিউ এর মা বলছেন, "আর বলবেন না দিদি, পিউ এর তো কোনো ভাই নেই l সে এবার বায়না ধরেছে, দেবেশ কে ভাই ফোটা দেবে l আমিও ভাবলাম, ভালোই তো- দেবেশ তো খুব ভালো ছেলে l একটা সম্পর্ক আপনাদের সাথে তৈরি হবে l মেয়ে আজ সকলের আগে ঘুম থেকে উঠে, স্রান সেরে সব গুছিয়ে নিয়ে এসছে l এই নিন, এই পান্জাবী আর পায়জামাটা দেবেশ কে দিন l  ও স্রান সেরে এইটা পড়ে এসে পিউ এর কাছ থেকে ভাই ফোটা টা নিক"l পিউ এর মা একটা প্লাস্টিকের ব্যাগ দেবেশের মায়ের হাতে ধরিয়ে দিলেন l দেবেশ তার নিজের ঘর থেকে সব শুনলো l  তারপর হতভম্ব হোয়ে সেখানেই শুয়ে পড়লো l

No comments:

Post a Comment