* ভালোবাসার মালা * ( নন্দা মুখার্জী )
~~~~~~~~~~~~~~~~~~~~~~
মাঝি,তুমি ভাটার সময় -
যাচ্ছ কোথায় নাওটি বেয়ে ?
কালকে তোমার নায়ে কোরে -
যে বধূটি গেলো শ্বশুরালয়ে -
তার ঠিকানাটি বলো আমায় মাঝি -
ভালোবাসার মালাখানি -
পড়িয়েছিলাম তার গলে -
বাপের সম্মান রাখতে যেয়ে -
আমায় গেলো ছেড়ে চলে ;
চাইনা তাকে নিজের করে ,
সুখী সে হোক অনেক ;
মনটা যখন কাঁদবে আমার ,
দেখতে তাকে যাবো বারেক -
পায়ে পড়ি মাঝি তোমার ,
ঠিকানাটা দাও তার ,
একবার তাকে দেখে শুধু ;
ফিরবো সেই নায়েই আবার /
আমার দ্বারা তার কোনো -
ক্ষতি হবে না ;
চোখের দেখা দেখবো শুধু ,
সে আমায় দেখতে পাবে না /
ভালোবাসতে পারবোনা আমি ,
অন্য যে কাউকে -
না হয় দেখবো স্বপন মাঝেই ,
ভুলতে তাকে পারবো না যে /
-----------------------------
( নন্দা মুখার্জী ) 10.7.16 1 am.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
মাঝি,তুমি ভাটার সময় -
যাচ্ছ কোথায় নাওটি বেয়ে ?
কালকে তোমার নায়ে কোরে -
যে বধূটি গেলো শ্বশুরালয়ে -
তার ঠিকানাটি বলো আমায় মাঝি -
ভালোবাসার মালাখানি -
পড়িয়েছিলাম তার গলে -
বাপের সম্মান রাখতে যেয়ে -
আমায় গেলো ছেড়ে চলে ;
চাইনা তাকে নিজের করে ,
সুখী সে হোক অনেক ;
মনটা যখন কাঁদবে আমার ,
দেখতে তাকে যাবো বারেক -
পায়ে পড়ি মাঝি তোমার ,
ঠিকানাটা দাও তার ,
একবার তাকে দেখে শুধু ;
ফিরবো সেই নায়েই আবার /
আমার দ্বারা তার কোনো -
ক্ষতি হবে না ;
চোখের দেখা দেখবো শুধু ,
সে আমায় দেখতে পাবে না /
ভালোবাসতে পারবোনা আমি ,
অন্য যে কাউকে -
না হয় দেখবো স্বপন মাঝেই ,
ভুলতে তাকে পারবো না যে /
-----------------------------
( নন্দা মুখার্জী ) 10.7.16 1 am.
No comments:
Post a Comment