Monday, July 25, 2016

*আপনজনের আঘাত*  ( নন্দা মুখার্জী )
~~~~~~~~~~~~~~~~~~~~
ভালোবাসার মানুষগুলো -
 দেয় যখন ব্যথা -
সময়টা তখন থম্কে দাঁড়ায় -
 মনে পড়ে অতীতের কথা /
স্বার্থপর দুনিয়াতে সবাই স্বার্থান্বেষী -
 ভালোবাসার বিনিময়ে আঘাত দেওয়াই -
এটাই আজ হয়ে গেছে -
 সকলের কাছে নীতি /
আপন ,পরের ভেদাভেদ -
 তখন বড্ড বেশি বুকে বাজে -
ইচ্ছা না হলেও অনিচ্ছাতে -
 ভুলতে হয় তাদের সকল কাজে /
বিবেক দরজায় কড়া নাড়ে -
 দরজা তখন বন্ধ তালা -
ভালোবাসার স্মৃতিগুলি -
 বাড়ায় শুধু মনের জ্বালা /
প্রতিবেশী আসে যখন আনন্দানুষ্ঠানে -
 "অমুকে কেনো আসেনি -?"
ইচ্ছা করেই তখন যেনো -
 শুনিনা কিছু কানে /
শ্রদ্ধা,স্নেহ ,ভালোবাসার -
 বড়ই যে জ্বালা -
মাঝে মাঝে জীবনকে করে দেয় -
 অন্ধ ও কালা /
""""""""""""""""""""""""
(নন্দা মুখার্জী ) 24.7.16 1PM.

No comments:

Post a Comment