Tuesday, July 26, 2016

* হঠ্যাৎ প্লাবন * ( নন্দা মুখার্জী )
===================
গুরুম গুরুম ডাকে মেঘ -
  বৃষ্টি হবে বুঝি -
জানালার কাছে দাঁড়িয়ে আমি -
  চোখের জল মুছি /
বৃষ্টি যখন বেগে আসে -
  চোখের জলও বাঁধ মানে না যে -
আবীর রঙ্গা ফাগুন যেন -
  জীবন থেকে হারিয়ে গেছে /
মুছে যাচ্ছে অতীত স্মৃতি -
  বয়সের ভারে তারাও নত বুঝি -
দীর্ঘদিনের সোনার সংসার -
  ভেঙ্গে বুঝি এবার হবে খান খান /
ছেলেরা সব পাঠিয়ে দেবে -
  আমায় বৃদ্ধাশ্রমে -
কেউ পারবে না রাখতে আমায় -
  তাদের আলয়ে /
এতো বিশাল বাড়ি তারা -
  দেবে এবার বিক্রি করে -
কিনবে তারা ফ্লাট বুঝি -
  থাকবে যে যার মত করে /
আমার ভার বহন করার -
  একার কারও নেই ক্ষমতা -
পারিনি তাদের কোরতে মানুষ -
  এটাই মোদের অক্ষমতা /
যখন তুমি চলেই গেলে -
  নিয়ে যদি যেতে সাথে -
ফেলে তুমি গেলে আমায় -
  এ কাদের কাছে ?
তোমার সুখের সংসার আমি -
  পারলাম নাগো রাখতে ধরে -
যত শীঘ্র পারো ওগো -
  আমায় আবার কাছে টানো /
--------------------------------
(নন্দা মুখার্জী )  25.7.16  11-45 PM.

No comments:

Post a Comment