Tuesday, June 28, 2016

*স্বপ্ন* (নন্দা মুখার্জী )  10.11.08
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ছোটোবেলার স্বপ্ন দেখা ,
    অনেক অনেক গল্প শোনা ;
মনের মাঝে বীণার তারে ,
    সাঁজিয়ে রেখেছিলাম ;
বীণায় যেমন সুর ওঠে ,
    মনের মাঝে স্বপ্ন নিয়ে ;
বিনা বীণায় সুর তুলেছিলাম /
নিশুত রাতে ঘুমের মাঝে ,
    দেখতে পেলাম পরিচিত মানুষগুলিই ;
ঘিরে আমায় দাঁড়িয়ে আছে রাক্ষসীবেশে ,
    বীণা আমার কেড়ে নিয়ে ;
আকাশপানে  দিলো ছুঁড়ে  ,
    তাঁরগুলি তার ছিঁড়ে গেলো ;
স্বপন আমার ভেঙে গেলো ,
    আজও আমি তাঁকিয়ে আছি ;
দিনের আলোয় আকাশপানে ,
    দেখতে যদি পাই বীণাটি ;
ভাঙা বীণায় সে সুরটাকেই ,
    সাজিয়ে নেবো আগের মতোই /
( নন্দা মুখাৰ্জী ) 10.11.08

No comments:

Post a Comment