*আঁধার চারিদিকে* ( নন্দা মুখার্জী )
""""""""""""""""""""""""""""""""""
আঁধার যেন আসছে ধেয়ে -
আলোর বড়োই আকাল -
চারিদিকে ছেয়ে গেছে অন্ধকারে -
মনুষ্যত্বের বড়োই অভাব /
জীবন হয়ে গেছে মূল্যহীন -
অর্থই যেনো সব -
নরপশুরা করছে গ্রাস -
নিরীহ মানুষের প্রাণ /
নারীর সম্মান হচ্ছে ভূ-লুন্ঠিত -
শিশুকেও দেয়না রেহাই -
মানুষ নামের অযোগ্য সব -
এদের নেই কোনোই পরিত্রান /
------------------------------
নন্দা মুখার্জী 27.7.16 1 AM.
""""""""""""""""""""""""""""""""""
আঁধার যেন আসছে ধেয়ে -
আলোর বড়োই আকাল -
চারিদিকে ছেয়ে গেছে অন্ধকারে -
মনুষ্যত্বের বড়োই অভাব /
জীবন হয়ে গেছে মূল্যহীন -
অর্থই যেনো সব -
নরপশুরা করছে গ্রাস -
নিরীহ মানুষের প্রাণ /
নারীর সম্মান হচ্ছে ভূ-লুন্ঠিত -
শিশুকেও দেয়না রেহাই -
মানুষ নামের অযোগ্য সব -
এদের নেই কোনোই পরিত্রান /
------------------------------
নন্দা মুখার্জী 27.7.16 1 AM.
No comments:
Post a Comment