তাঁরা ভরা আকাশে ,
কেউ নেই পাশে,
আমি একা বোসে-
তোমার কথা- ভাবি বেদনাতে -
স্মৃতিগুলি ভাষে, জাগে মনে কত কথা -
সেই সে বিকাল বেলায়-
একসাথে বকুল তলায়- পড়িয়েছিলে মালা খানি - সেই সে মালা শুকিয়ে গেছে আজ -
ঝরে গেছে ফুলগুলি - কোথা আছ তুমি ?
আমি জানি না -
আমার জীবন মেঘে ঢাকা - কথা দিয়েছিলে, সাথে সাথে রবে-
সে কথা হয়তো ,গিয়েছো ভুলে -
কোথা আছ আজ ? কেন চলে গেলে ?
শুধু আমায় একা ফেলে / 28.12.15. (আমার গান )..( নন্দা মুখার্জী )
কেউ নেই পাশে,
আমি একা বোসে-
তোমার কথা- ভাবি বেদনাতে -
স্মৃতিগুলি ভাষে, জাগে মনে কত কথা -
সেই সে বিকাল বেলায়-
একসাথে বকুল তলায়- পড়িয়েছিলে মালা খানি - সেই সে মালা শুকিয়ে গেছে আজ -
ঝরে গেছে ফুলগুলি - কোথা আছ তুমি ?
আমি জানি না -
আমার জীবন মেঘে ঢাকা - কথা দিয়েছিলে, সাথে সাথে রবে-
সে কথা হয়তো ,গিয়েছো ভুলে -
কোথা আছ আজ ? কেন চলে গেলে ?
শুধু আমায় একা ফেলে / 28.12.15. (আমার গান )..( নন্দা মুখার্জী )
No comments:
Post a Comment