..................*নীরব অহংকার*...................... ফুলের কানে ভ্রমর যেমন ,
চুপি চুপি কথা বলে -
আমার কানেও বলো না তুমি ,
" ভালোবাসি শুধু তোমাকে " /.
আকাশ পানে মেঘ যেমন -
না ডাকতেই ছুটে যায় ,
আমার কাছেও আসো না কেন ?
যখন ডাকি না, আমি তোমায় /
ঢেউ যেমন আছড়ে পড়ে-
তার নিজের পাড়েই - তুমি কেনো বাঁধ না মোরে ? তোমার বুকের সাথেই / বারো বছর চন্ডীদাস ছিলেন বসে রজকিনীর আশায় -
আমি তো থাকবো সারাজীবন , হয়েই বিভোর ,তোমার ভালোবাসায় /. নাইবা এলে কাছে তুমি - নাইবা দিলে বুকেতে স্থান , তোমার আসন সারাজীবন - আমার বুকেই অবস্থান /
28.12.15
চুপি চুপি কথা বলে -
আমার কানেও বলো না তুমি ,
" ভালোবাসি শুধু তোমাকে " /.
আকাশ পানে মেঘ যেমন -
না ডাকতেই ছুটে যায় ,
আমার কাছেও আসো না কেন ?
যখন ডাকি না, আমি তোমায় /
ঢেউ যেমন আছড়ে পড়ে-
তার নিজের পাড়েই - তুমি কেনো বাঁধ না মোরে ? তোমার বুকের সাথেই / বারো বছর চন্ডীদাস ছিলেন বসে রজকিনীর আশায় -
আমি তো থাকবো সারাজীবন , হয়েই বিভোর ,তোমার ভালোবাসায় /. নাইবা এলে কাছে তুমি - নাইবা দিলে বুকেতে স্থান , তোমার আসন সারাজীবন - আমার বুকেই অবস্থান /
28.12.15
No comments:
Post a Comment