*পাপাচারীর ভবিষ্যৎ* ( নন্দা মুখার্জী )
_~_~_~_~_~_~_~_~_~_~_~_~_~_~
পাপের পাল্লা হচ্ছে ভারী -
পালাবার নেই পথ ,
তাঁকিয়ে দেখো পাপাচারীরা -
বাইরেটা পুরো অন্ধকার ,
ঠিক যেনো তোমাদের ভবিষ্যৎ /
খুন, রাহাজানি,ছিনতাই ,ধর্ষণ -
এটাই তোমাদের নিত্য কার্য সাধন ,
পার পাবে না কিছুতেই তোমরা -
হবেই হবে বিচার ,
থাকবে নেতারা তোমাদের সাথে -
হয়তো হবে ছাড় কিছু তাতে /
সেটা ক্ষনিকের ভুলো না কিন্তু -
জনতার দরবারে ভাতে নয় ,
তোমাদের সকলে মারবে হাতে -
সেদিনের আর নেই বেশী দেরি ,
বাঁচাতে আসবে না কেউ -
সুখের পায়রারা থাকবে না সাথে ,
মরে পরে রবে তুমি একা পথে /
=================
(নন্দা মুখার্জী ) 15.7.16. 12-30AM
_~_~_~_~_~_~_~_~_~_~_~_~_~_~
পাপের পাল্লা হচ্ছে ভারী -
পালাবার নেই পথ ,
তাঁকিয়ে দেখো পাপাচারীরা -
বাইরেটা পুরো অন্ধকার ,
ঠিক যেনো তোমাদের ভবিষ্যৎ /
খুন, রাহাজানি,ছিনতাই ,ধর্ষণ -
এটাই তোমাদের নিত্য কার্য সাধন ,
পার পাবে না কিছুতেই তোমরা -
হবেই হবে বিচার ,
থাকবে নেতারা তোমাদের সাথে -
হয়তো হবে ছাড় কিছু তাতে /
সেটা ক্ষনিকের ভুলো না কিন্তু -
জনতার দরবারে ভাতে নয় ,
তোমাদের সকলে মারবে হাতে -
সেদিনের আর নেই বেশী দেরি ,
বাঁচাতে আসবে না কেউ -
সুখের পায়রারা থাকবে না সাথে ,
মরে পরে রবে তুমি একা পথে /
=================
(নন্দা মুখার্জী ) 15.7.16. 12-30AM
No comments:
Post a Comment