*বিদায় বেলায়*(নন্দা মুখার্জী )
*****************
বন্ধু তুমি হারিয়ে গেছো
খুজছি তোমায় আবার./ .
স্মৃতির খাতা হাতরে বেড়ায়.
দেখা যদি পাই তোমার / .
কোথায় ছিলে তুমি
আর কোথায় ছিলাম আমি
ভাবনা চিন্তা মিলে মিশে
কখন যে এক হোলো
জানেন শুধুই অন্তর্যামী
ঠকিয়ে তুমি ছিলে আমায়. .
বোলবো না সে কথা.
তবুও তুমি দিলে কেন
আমায় এতো ব্যথা
ছোট বেলায় খেলতাম
আমরা বর বউ
কিশোর বেলায় বলেছিলে
"তুমি ই আমার বউ "
আজকে কেনো ভুলে গেলে
সে সব কথা তুমি .
.কিসের জন্য হারিয়ে গেলে
আমার হতে তুমি./
ভুলে গেছো সকল কথা
ভুলে গেছো আমায়
ভুলতে আমি পারিনা
ভুলতে চেয়েও তোমায় /
বৃষ্টি যখন পরে আমার
জানলার কাচ টি বেয়ে
চোখের জল ও বাধ মানেনা
আসে সে যে ধেয়ে
.এমন একদিন আসবে দেখো
খুজবে তুমি আমায়
পূর্নিমাতে তারা হয়ে
জ্বলব আকাশ পানে
শুনবে তুমি বলছে তারা
"বন্ধু আসি তবে বিদায়" ১৬.০৬.২০১০.
*****************
বন্ধু তুমি হারিয়ে গেছো
খুজছি তোমায় আবার./ .
স্মৃতির খাতা হাতরে বেড়ায়.
দেখা যদি পাই তোমার / .
কোথায় ছিলে তুমি
আর কোথায় ছিলাম আমি
ভাবনা চিন্তা মিলে মিশে
কখন যে এক হোলো
জানেন শুধুই অন্তর্যামী
ঠকিয়ে তুমি ছিলে আমায়. .
বোলবো না সে কথা.
তবুও তুমি দিলে কেন
আমায় এতো ব্যথা
ছোট বেলায় খেলতাম
আমরা বর বউ
কিশোর বেলায় বলেছিলে
"তুমি ই আমার বউ "
আজকে কেনো ভুলে গেলে
সে সব কথা তুমি .
.কিসের জন্য হারিয়ে গেলে
আমার হতে তুমি./
ভুলে গেছো সকল কথা
ভুলে গেছো আমায়
ভুলতে আমি পারিনা
ভুলতে চেয়েও তোমায় /
বৃষ্টি যখন পরে আমার
জানলার কাচ টি বেয়ে
চোখের জল ও বাধ মানেনা
আসে সে যে ধেয়ে
.এমন একদিন আসবে দেখো
খুজবে তুমি আমায়
পূর্নিমাতে তারা হয়ে
জ্বলব আকাশ পানে
শুনবে তুমি বলছে তারা
"বন্ধু আসি তবে বিদায়" ১৬.০৬.২০১০.
No comments:
Post a Comment