Tuesday, July 26, 2016

*তুমি শুধু আমার*              (নন্দামুখার্জী )
**********************
এমন ভাবে তাকাও কেনো ?
 আমার দিকে তুমি -
বুক যে আমার কেঁপে উঠে ,
 শিহরিত হই আমি /
বলবো বলে অনেক কথা ,
 জমা আমার বুকে ,
তাঁকালে তুমি অমন ভাবে ,
 কথা থেমে যায় মুখে /
সমুদ্রের ঢেউয়ের মত ,
 বুকেই উঠে ঢেউ ,
তুমি ছাড়া এ জীবনে -
মোর আর তো নেই কেউ /
কেমন কোরে বুঝাবো তোমায় -
 আমার ভালোবাসার কথা ,
আমার জীবনে তুমিই সব ,
 তুমিই যে মোর জীবন দেবতা /
...................................+....................................
নন্দা মুখার্জী   20.7.16   12-30AM.

No comments:

Post a Comment