...........*শৈশব স্মৃতি*............ শৈশব স্মৃতি - সতত মধুর হয় -
হাসি ,ঠাট্টা ,খুনসুটিতে দিন চলে যায় -
িনগুলিই শুধু চলে যায় ,
স্মৃতি টুকু রয়ে যায় -
জীবন এগিয়ে চলে ঝড়ের গতিতে
আমরাও বেচে থাকি ,
যে যার নিজের মতিতে -
ফেলে আসা শৈশব ,ফেলে আসা দিন ,
ফিরবে না জানি আর কোনো দিন -
তবুও সে স্মৃতি -
হয়ে থাকবে, চির অমলিন l 30.12.15
হাসি ,ঠাট্টা ,খুনসুটিতে দিন চলে যায় -
িনগুলিই শুধু চলে যায় ,
স্মৃতি টুকু রয়ে যায় -
জীবন এগিয়ে চলে ঝড়ের গতিতে
আমরাও বেচে থাকি ,
যে যার নিজের মতিতে -
ফেলে আসা শৈশব ,ফেলে আসা দিন ,
ফিরবে না জানি আর কোনো দিন -
তবুও সে স্মৃতি -
হয়ে থাকবে, চির অমলিন l 30.12.15
No comments:
Post a Comment