Sunday, July 24, 2016

* দুটি মন * ( নন্দা মুখার্জী )
<><><><><><><><><>
অনেকদিন দেখিনা তোমায় -
   একটু দেখতে তোমায় চায় ,
কবে তুমি আসবে কাছে ?
  জানাবে কি আমায় ?
এখন কত সুযোগ আছে -
  খবর করার আদান-প্রদান ,
জিদ ধরে বসে আছো ,
  এতো কিসের অভিমান ?
রাগের মাথায় বলেছিলাম -
  রাখবো না আর যোগাযোগ ,
সেটাই তুমি সত্যি ভাবলে ?
  মনের ব্যথা বুঝলে না /
জানি তুমি ভোলোনি আমায় -
  আমিও যেমন ভুলিনি ,
স্মৃতিগুলি চোখে ভাসে ,
  মনে পড়ে সকল কাজে তোমায় /
আমি যেমন রাখি খবর তোমার -
  তুমিও তেমন রাখো জানি ,
মন দু'টি আছে একই খানে ,
  শুধু দেখা নেই তোমার আমার /
--------------------------------
(নন্দা মুখার্জী )  24.7.16  1-10AM.

No comments:

Post a Comment