*কিছুই বুঝিস না * ( নন্দা মুখার্জী )
~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি ভালোবাসি তোকে অন্তর থেকে -
তাই যখন তুই আমার -
চোখের সামনে থাকিস না -
তখনও আমি তোকে দেখতে পাই -
কারণ কি জানিস ?
তুই যে আমার অন্তরেই আছিস /
তোর যখন খুব রাগ হয় -
আমার তখন খুব অভিমান হয় -
আর আমি এ-ও জানি -
তুই কাছে টেনে নিলেই -
আমার অভিমান জল হয়ে যাবে -
কেনো জানিস ?
আমার জীবনে তুই- ই তো সব /
আবার তোর যখন খুব শরীর খারাপ করে -
আমি তোকে কাছছাড়া করিনা -
কারণ আমি জানি -
আমি তোর কাছে থাকলে -
তোর শরীর অর্ধেক ভালো হয়ে যাবে -
কারণটা কোনোদিন খুঁজেছিস ?
তুই ও যে আমায় খুব ভালোবাসিস /
------------------------------------
(নন্দা মুখার্জী ) 28.7.13 2-20AM.
~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি ভালোবাসি তোকে অন্তর থেকে -
তাই যখন তুই আমার -
চোখের সামনে থাকিস না -
তখনও আমি তোকে দেখতে পাই -
কারণ কি জানিস ?
তুই যে আমার অন্তরেই আছিস /
তোর যখন খুব রাগ হয় -
আমার তখন খুব অভিমান হয় -
আর আমি এ-ও জানি -
তুই কাছে টেনে নিলেই -
আমার অভিমান জল হয়ে যাবে -
কেনো জানিস ?
আমার জীবনে তুই- ই তো সব /
আবার তোর যখন খুব শরীর খারাপ করে -
আমি তোকে কাছছাড়া করিনা -
কারণ আমি জানি -
আমি তোর কাছে থাকলে -
তোর শরীর অর্ধেক ভালো হয়ে যাবে -
কারণটা কোনোদিন খুঁজেছিস ?
তুই ও যে আমায় খুব ভালোবাসিস /
------------------------------------
(নন্দা মুখার্জী ) 28.7.13 2-20AM.