নন্দা মুখার্জী
কলকাতা,বেহালা
এ পৃথিবীর রূপ,রস,গন্ধ
ছেড়ে যাবো চলে,
প্রাণ ভরে যেটুকু নিয়েছি
বাকিটা থাক নবজীবনের জন্য পরে।
মনের খেয়ালে কাটিয়েছি জীবন
সবাই যেমন কাটায়,
অলিখিত চুক্তি ছিল সংসারে
ভালোবাসার আদান-প্রদান।
সব জীবনই সুখ খুঁজে বেড়ায়
সুখী কি সবাই হয়?
সুখ-দুঃখের মাঝামাঝি
জীবন এগিয়ে যায়।
জীবনের সব চাওয়া
হয়না পূরণ,
অনেক না চাওয়া হঠাৎ পেয়ে
মন ভরে যায়।
চাওয়া-পাওয়ার হিসাব কেউ
মিলাতে পারে না জীবনে,
সবকিছুর অবসান হয়
গেলে পৃথিবীর ওপাড়ে।
২৯-১১-২১
No comments:
Post a Comment