Sunday, July 30, 2017

আশা  জেগে থাকে
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

 যখন পশ্চিমআকাশে
সুর্য্য লুকায় মেঘের মাঝে ,
একটু একটু করে সবে -
সন্ধ্যা নেমে আসে ;
ঠিক তখনই সন্ধ্যাপ্রদীপ হাতে ,
আমি দাঁড়াই তুলসীমঞ্চের কাছে ,
সদর দরজা থাকে খোলা ,
চোখ বুজে তোমার মঙ্গলকামী ,
বুকের ভিতর জাগে শিহরণ !
চোখ খুলে যদি তোমায় দেখতে পারি !

আমার ভাবনা ভাবনায় থেকে যায় ,
আসবেনা কখনও তাও জানি ,
চোখের কোল ভেজা সব সময় ,
শিহরণ ও তখন যায় মিলিয়ে ,
বাসা বাঁধে সেথায় বিরহ যন্ত্রণা !
বুকের ভিতর দাবানল জ্বলে ,
একা একাই পুড়ি আমি ,
তবুও আশা থাকে এককোণে ,
আগুন ছুঁতে পারেনা তারে ,
মনকে বোঝাই  ,শান্তনা পাই ,
একদিন নিশ্চয় ফিরবে তুমি !

@নন্দা 28-7-17  11-50

No comments:

Post a Comment