Monday, July 3, 2017

এলোমেলো সব
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

দু'চোখের পাতা শুধুই ভেজা ,
বাইরে পাল্লা দিয়ে বাদলের ধারা ,
ভিজে যাচেছ সমস্ত বাতাস !
কালবৈশাখী ছোট বড় গাছ উপড়ে  ফেলছে ,
ক্ষতবিক্ষত মন শূন্যতায় হাহাকার ,
যে বাতাসে তোমার গায়ের গন্ধ পেতাম -
সেই বাতাসে নিঃশ্বাস নিতে আজ কষ্ট হয়,
কেউ যেন গলা টিপে ধরে -
আমার শ্বাস-প্রশ্বাসে বাঁধা সৃষ্টি করছে !

@নন্দা    30-6-17  12AM

No comments:

Post a Comment