চেনোনি আমায়
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কি জানি কি দেখেছিলাম ,
তোমার মধ্যে !
নিবিড় করে ভালবেসেছিলাম ,
নিজেরই অজান্তে ।
সাদামাটা জীবনে আমার ,
দিয়েছিলে দোলা ,
স্মৃতিগুলো এতো মধুর ,
যায়কি ভুলা ?
তুমি ছিলে মন্দ মানুষ ,
চিনতে পারিনি ,
দুঃখ শুধু একটাই আমার ,
আমায় বুঝতে পারোনি ।
@নন্দা 26-7-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কি জানি কি দেখেছিলাম ,
তোমার মধ্যে !
নিবিড় করে ভালবেসেছিলাম ,
নিজেরই অজান্তে ।
সাদামাটা জীবনে আমার ,
দিয়েছিলে দোলা ,
স্মৃতিগুলো এতো মধুর ,
যায়কি ভুলা ?
তুমি ছিলে মন্দ মানুষ ,
চিনতে পারিনি ,
দুঃখ শুধু একটাই আমার ,
আমায় বুঝতে পারোনি ।
@নন্দা 26-7-17
No comments:
Post a Comment