মা তোকেই চাই
নন্দা মুখার্জী রায় চৌধুরী
এক এক করে আমায় ছেড়ে ,
গেলো সবাই চলে ,
আমি একাই সাঁঝবেলাতে -
আছি শুধু পরে ।
সময় হলেই যায় যে সবাই ,
আসে কেন তবে ?
একা থাকার বড়ই জ্বালা -
মাগো এই ভবে ।
এক জনমে সব সাধ যে ,
পূরন হয়না মা ,
তোর কোলেতেই আবার চাই ঠাঁই ,
তুই আমায় ভুলিসনা ।
বাংলার এই সবুজদেশে ,
আবার আসতে চাই ,
এ জনমে যারা ছিলো -
সবাইকে যেন পাই ।
মনে করিয়ে দিস মাগো তুই ,
সবুজ মাঠ ,প্রান্তর ,আর ধানক্ষেত ,
বাউল বেশে ঘুরবো আমি ,
থাকবেনা মনে আর কোন খেদ !
@নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
এক এক করে আমায় ছেড়ে ,
গেলো সবাই চলে ,
আমি একাই সাঁঝবেলাতে -
আছি শুধু পরে ।
সময় হলেই যায় যে সবাই ,
আসে কেন তবে ?
একা থাকার বড়ই জ্বালা -
মাগো এই ভবে ।
এক জনমে সব সাধ যে ,
পূরন হয়না মা ,
তোর কোলেতেই আবার চাই ঠাঁই ,
তুই আমায় ভুলিসনা ।
বাংলার এই সবুজদেশে ,
আবার আসতে চাই ,
এ জনমে যারা ছিলো -
সবাইকে যেন পাই ।
মনে করিয়ে দিস মাগো তুই ,
সবুজ মাঠ ,প্রান্তর ,আর ধানক্ষেত ,
বাউল বেশে ঘুরবো আমি ,
থাকবেনা মনে আর কোন খেদ !
@নন্দা
No comments:
Post a Comment