Wednesday, August 2, 2017

জানি আছিস
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

তুই চলে গেছিস অনেকদিন আগে ,
এখনও যেন ঘোরের মধ্যেই আছি !
একা চলা জীবনে খুব কঠিন ,
ভালোবাসার অনুভবটুকু নিয়ে বেঁচে আছি ,
সেতো চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ !
পথে ,ঘাটে সর্বত্র হায়েনার দল !
একা লড়াই করা খুবই দুঃসাধ্য !

কেনো যেন সব সময় মনেহয়,
তুই আমার সাথে সাথেই থাকিস -
তোর ভালোবাসার অনুভবটুকুই  আজ ,
আমার বেঁচে থাকার একমাত্র দিশা ।

@  নন্দা   21-7-17  12-20AM 

No comments:

Post a Comment