Sunday, July 9, 2017

একটাই জাতী
নন্দা মুখার্জী রায় চৌধুরী

কেন এ বিবাদ ?কেন মারামারি ?
সবাই তো মানুষ আমরা ,
কাটলে শরীর রক্তই বেড়োয় ,
তবুও কেন এ ঝগড়া ?

ধর্ম যার যার মনেই থাক ,
চলো চলি হাতে হাত দিয়ে ,
বিপদে আপদে পাশে থাকি সবাই ,
এগিয়ে চলি মানব জীবনের জয়গান গেয়ে ।

মন্দির,মসজিদ,গির্জা ,প্যাগোডা -
সবই পবিত্র স্থান ,
সকল জাতীর কাছে মূল্য হোক সমান ,
একসাথে গাই মনুষ্যত্বের গান ।

হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খৃষ্টান -
কেন এ জাতীর প্রভেদ ?
একটাই হোক জাতী-মানবজাতী -
থাকুক যতই মতভেদ ।

@নন্দা   9-7-17

No comments:

Post a Comment