Friday, July 28, 2017

সহজ নয়
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

ইঁটের উপর ইঁট সাজিয়ে ,
বাড়ি তৈরী হয় ,
ফুল দিয়ে গাঁথলে মালা ,
ফুলমালা হয় ,
শব্দের পর শব্দ বসিয়ে ,
কবিতা লেখা হয় ?

শব্দগুলো যদি হয় এলোমেলো ,
বাক্যগুলি বেমানান ,
মনের ভাষা স্পষ্ট নয় ,
যদি হয় ভুল বানান ,
এসব জানার  পরেই তবে
কবিতা লেখা হয় ।

প্রসঙ্গতঃ উল্লেখ্য -এর কোনটার জ্ঞানই  আমার নেই !! তাই আমার লেখাগুলি আজও কবিতা হয়ে উঠলোনা ,,😭😭কবি বললে লজ্জা পাই

@ নন্দা


No comments:

Post a Comment