দিন চলে যায় ,
তার নিজের মত ,
কত স্মৃতি পরে মনে ,
রেখে যায় ক্ষত !
কথা সব নীরব হয় ,
মন গাঁথে মালা ,
হৃদয়ে মালার বাহার ,
বাড়ে শুধু জ্বালা !
@নন্দা
তার নিজের মত ,
কত স্মৃতি পরে মনে ,
রেখে যায় ক্ষত !
কথা সব নীরব হয় ,
মন গাঁথে মালা ,
হৃদয়ে মালার বাহার ,
বাড়ে শুধু জ্বালা !
@নন্দা
No comments:
Post a Comment