Monday, July 3, 2017

কেউ বোঝেনা
         নন্দা মুখার্জী রায় চৌধুরী

বিরহের রাতগুলি বড্ড বড় !
কিছুতেই ঊষা যেন আসেনা ,
ঘড়ির কাঁটাও চলার ছন্দ হারিয়ে ফেলে ,
আশেপাশের নিস্তব্দতা গ্রাস করতে আসে
সবকিছু দেখার দৃষ্টিও বুঝি হারিয়ে যায়  !

একাকীত্ব,নিঃসঙ্গতা বুঝানো যায়না -
একই ছাদের তলায় থেকেও -
কেউই তা বুঝতে পারেনা !
বিরহ ব্যথিতের অন্তর পুড়ে খাক হয় ,
বনের দাবানল দেখা গেলেও ,
মনের দাবানল কেউই দেখতে পায়না ।

@ নন্দা   2-6-17  12-45AM ,

No comments:

Post a Comment