নিশ্চিত যা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মৃত্যু মানুষের অনিবার্য !
এটা নিশ্চিত জানা স্বর্তেও ,
এতো হিংসা ,মারামারি কেন ?
মৃতব্যক্তির গায়ের উপর -
একটি মশা পড়লেও
প্রিয়জন মশাটি উড়িয়ে দেয় ,
মারেনা-যদি লাগে ব্যথা !
তবে তার বুকের উপর -
এতো ফুল ,এতো মালা কেনো ?
বুকের উপর এতো চাপ ,
কি করে সে সইবে ?
সংসার জীবনে সে অনেক ভার সয়েছে,
আর তার উপর বোঝা চাপানো কেনো ?
সে ঘুমাক চির শান্তিতে ,নিরিবিলিতে ।
@নন্দা 24-7-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মৃত্যু মানুষের অনিবার্য !
এটা নিশ্চিত জানা স্বর্তেও ,
এতো হিংসা ,মারামারি কেন ?
মৃতব্যক্তির গায়ের উপর -
একটি মশা পড়লেও
প্রিয়জন মশাটি উড়িয়ে দেয় ,
মারেনা-যদি লাগে ব্যথা !
তবে তার বুকের উপর -
এতো ফুল ,এতো মালা কেনো ?
বুকের উপর এতো চাপ ,
কি করে সে সইবে ?
সংসার জীবনে সে অনেক ভার সয়েছে,
আর তার উপর বোঝা চাপানো কেনো ?
সে ঘুমাক চির শান্তিতে ,নিরিবিলিতে ।
@নন্দা 24-7-17
No comments:
Post a Comment