রূপসী কলকাতা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
শ্রাবণধারা সারাদিন ঝরছে ,
পথঘাট সব নদীনালা ভরছে ,
পথের জল উঠছে ঘরে ,
রূপসী কলকাতা লাজে মরে !
বর্ষা এলেই রাস্তা খোড়া ,
পথচারী সব নাজেহাল ,
রিক্সা ,অটো সব হয় বন্ধ ,
নিত্যযাত্রী হয় বেসামাল !
গরমের সময় চলে হাপিত্যেশ ,
আসবে কখন বরষা ,
ফুটপথবাসীর হয় যে দুর্ভোগ ,
ট্রিপল বা প্লাস্টিকই ভরসা ।
@নন্দা 26-7-17 2AM ,
নন্দা মুখার্জী রায় চৌধুরী
শ্রাবণধারা সারাদিন ঝরছে ,
পথঘাট সব নদীনালা ভরছে ,
পথের জল উঠছে ঘরে ,
রূপসী কলকাতা লাজে মরে !
বর্ষা এলেই রাস্তা খোড়া ,
পথচারী সব নাজেহাল ,
রিক্সা ,অটো সব হয় বন্ধ ,
নিত্যযাত্রী হয় বেসামাল !
গরমের সময় চলে হাপিত্যেশ ,
আসবে কখন বরষা ,
ফুটপথবাসীর হয় যে দুর্ভোগ ,
ট্রিপল বা প্লাস্টিকই ভরসা ।
@নন্দা 26-7-17 2AM ,
No comments:
Post a Comment