মন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি যখন উদাস হয়ে ,
একা পথে চলি ,
তুমি তখন আপনমনে -
থাকো আমায় ভুলি ।
আমি মগ্ন তোমার স্মৃতিতে ,
তুমি ভুলাও অপরকে গীতিতে ;
আমি পূর্ণিমাতে চাঁদের পানে চেয়ে ,
তুমি আত্মহারা সাথী কাছে পেয়ে !
@ নন্দা 7-7-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি যখন উদাস হয়ে ,
একা পথে চলি ,
তুমি তখন আপনমনে -
থাকো আমায় ভুলি ।
আমি মগ্ন তোমার স্মৃতিতে ,
তুমি ভুলাও অপরকে গীতিতে ;
আমি পূর্ণিমাতে চাঁদের পানে চেয়ে ,
তুমি আত্মহারা সাথী কাছে পেয়ে !
@ নন্দা 7-7-17
No comments:
Post a Comment