Tuesday, July 18, 2017

ভালো আছি
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

অন্ধকার চারিদিকে ,
সম্পর্কগুলি বালির বাঁধ ,
টাকাপয়সা সম্পত্তি ,
মন কষাকষি সর্বদা ,
সম্পত্তি ভাগাভাগি ,
মা ,বাবা বোঝাস্বরূপ !
পরিণাম বৃদ্ধাশ্রম !
ভালোথাকা ,ভালোখাওয়া ,
নিরিবিলি পাড়ি ফ্লাটে ,
প্রতিবেশীর সাথে সম্পর্কহীন ,
ভালবাসা দরজার মধ্যেই ,
কেউ কারও নয় !
ভালো আছি সবাই !

@নন্দা    18-7-17

No comments:

Post a Comment