প্রার্থনা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আঘাত আমায় যতই কর ,
আমি কাতর হবোনা ;
দুখের দহনে পোড়াও আমায় ,
ছাই তবু হবোনা ।
আমায় যদি ছাড় তুমি ,
রাখবো তোমায় ঠাকুরঘরে ;
তোমার জপেই কাটাবো দিন ,
ছবিটাকেই পুঁজিবরে ।
আকুল হয়ে ডাকবো তোমায় ,
থাকো যতই মুখ ফিরিয়ে ;
দেখা তোমায় দিতেই হবে ,
ঠাঁই দেবে তোমার পায়েই ।
@নন্দা 18-7-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আঘাত আমায় যতই কর ,
আমি কাতর হবোনা ;
দুখের দহনে পোড়াও আমায় ,
ছাই তবু হবোনা ।
আমায় যদি ছাড় তুমি ,
রাখবো তোমায় ঠাকুরঘরে ;
তোমার জপেই কাটাবো দিন ,
ছবিটাকেই পুঁজিবরে ।
আকুল হয়ে ডাকবো তোমায় ,
থাকো যতই মুখ ফিরিয়ে ;
দেখা তোমায় দিতেই হবে ,
ঠাঁই দেবে তোমার পায়েই ।
@নন্দা 18-7-17
No comments:
Post a Comment