Tuesday, July 4, 2017

বর্ষা
  নন্দা মুখার্জী রায় চৌধুরী
              ( 1)

অস্তাচলের সুর্য এখন ,
যায়না কেন দেখা ?
সন্ধ্যাবেলায় আকাশ কেন -
কালো মেঘে ঢাকা ?
                (2)

পাখির কুজন যায়না শোনা ,
কোথায় গেলো তারা ?
চাঁদ,তারাদের নেই কো দেখা ,
আকাশ কেন ঢাকা ?
                 (3)

শন্ শন্ বেগে বইছে বাতাস ,
গাছপালা সব উথাল পাতাল ,
ঝমঝমিয়ে এলে  বাদল  ,
পথচারী  সব  বেসামাল !

@নন্দা  4-7-17  9PM 

No comments:

Post a Comment