ভুলিনি তোকে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আজও আছিস অন্তর জুড়ে ,
ভুলিনি তোকে এখনও !
আস্তে আস্তে স্মৃতি হবে ধূসর ,
পড়বেনা মনে আর কখনও ।
আমার চাওয়া সকলই হোল বিফল ,
চলে গেলি কোন সুদূরে ?
দিনান্তের শেষে একবারও কি তোর ,
মনে পড়েনা আমারে ?
ভুলিনি আজও সেই সব দিন ,
যা কাটিয়েছি দু'জনে -
সময় আমায় ভুলিয়ে দেবে সব ,
পড়বেনা মনে আর কোনক্ষনে ।
@নন্দা 17-7-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আজও আছিস অন্তর জুড়ে ,
ভুলিনি তোকে এখনও !
আস্তে আস্তে স্মৃতি হবে ধূসর ,
পড়বেনা মনে আর কখনও ।
আমার চাওয়া সকলই হোল বিফল ,
চলে গেলি কোন সুদূরে ?
দিনান্তের শেষে একবারও কি তোর ,
মনে পড়েনা আমারে ?
ভুলিনি আজও সেই সব দিন ,
যা কাটিয়েছি দু'জনে -
সময় আমায় ভুলিয়ে দেবে সব ,
পড়বেনা মনে আর কোনক্ষনে ।
@নন্দা 17-7-17
No comments:
Post a Comment