Wednesday, July 26, 2017

ইতিহাস হোক
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

সব জায়গায় হেরে গিয়ে ,
নিজের কাছেই এসেছি ফিরে ,
পুরোনোকে আবার আঁকড়ে ধরেছি ,
সঙ্গী সেই কলম আর ডাইরী ।
এতদিনের সব হিসাব নিকাশ ,
না পাওয়ার তীব্র যন্ত্রণা -
একএক করে লিখে চলেছি ,
মৃত্যুর পর হোক রচনা !
আমার জীবনের এক ইতিহাস ।
যুগযুগান্তর ধরে থাকতে চাই ,
লেখনীর দ্বারা সকলের অন্তরে ।

@নন্দা






No comments:

Post a Comment