Monday, July 10, 2017

ডেকোনা আমায়
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

কেন ডাক বারেবার ?
সময় নেই যে আর আমার ,
ভেঙ্গেছে খেলা,যাবো যে ওপার-
বিদায়বেলা এসেছে  দ্বারেতে আমার !

বারবার নাম ধরে সবাই ,
ডেকোনা কাতর স্বরে -
বুকে বাজে আমারও যে ব্যথা !
মনেপড়ে ফেলেআসা দিনের কথা !

ঘুম এসেছে দু'চোখ ভরে ,
আসেনি যে ঘোর কোনকালে !
শান্ত হয়ে থাক সবাই -
আমি এবার ঘুমাই ।

@নন্দা    10-7-17  12-30AM.

No comments:

Post a Comment