আবার এসো কাছে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
নয়ন তোমার ছলছল কেন ?
এসেছি আমি ফিরে ,
দূরে কেন আছ ওগো ?
কাছে এসো ধীরে ।
সয়েছো তুমি বিরহ-বেদন ,
কত আমি জানি ,
আজও শুকায়নি তেমনই আছে -
গাঁথা বকুলের মালাখানি ।
হয়ত ক'দিন দূরেই ছিলাম ,
এতো অভিমান কেন ?
একটু হেসে কাছে এসো ,
হাতদু'টি ধরো ।
যেমন আমি ছিলাম আগে ,
এখনও আছি তেমন ,
সব কাজ আমি এসেছি সেরে ,
ভালবাসা দেবো উজাড় করে ।
@নন্দা 11-7-17 10PM ,,
নন্দা মুখার্জী রায় চৌধুরী
নয়ন তোমার ছলছল কেন ?
এসেছি আমি ফিরে ,
দূরে কেন আছ ওগো ?
কাছে এসো ধীরে ।
সয়েছো তুমি বিরহ-বেদন ,
কত আমি জানি ,
আজও শুকায়নি তেমনই আছে -
গাঁথা বকুলের মালাখানি ।
হয়ত ক'দিন দূরেই ছিলাম ,
এতো অভিমান কেন ?
একটু হেসে কাছে এসো ,
হাতদু'টি ধরো ।
যেমন আমি ছিলাম আগে ,
এখনও আছি তেমন ,
সব কাজ আমি এসেছি সেরে ,
ভালবাসা দেবো উজাড় করে ।
@নন্দা 11-7-17 10PM ,,
No comments:
Post a Comment