ভাবনা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমার মনের গহীন বনে ,
মনের খাতায় শূন্য পাতায় ,
লিখে রাখি শুধু ভাবনা ;
তাল,লয়হীন ছন্দ তার ,
পাইনা খুঁজে তার কিনারা ।
ব্যস্ত আমি সদাই কাজে,
ভাবনাগুলি মনের মাঝেই -
নিত্য নতুন দুঃখ,সুখে ,
ভাবনা থাকে আমার সাথে ,
কল্পনাতেই দেয় সে ধরা ,
নতুন করে নুতন সাজে ।
বিশ্বঘরের খেলায় যখন -
থাকি শুধু মগ্ন ,
ভাঙ্গা স্বপন, মনের বেদন ,
সাথ ছাড়েনা যারা !
ভাবনাগুলোও পাল্টে পট ,
দেয় যে আমায় ধরা ।
সূর্য ওঠে অস্ত যায় ,
আসে নুতন ভোর ,
নূতন দিনে নতুন ভাবে -
জাগায় মনে আশা ,
শুধু ভাবনাগুলোই আমার সাথে ,
একই ভাবে থাকবে জীবনভোর ।
@নন্দা 11-7-17 8-30PM ,,
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমার মনের গহীন বনে ,
মনের খাতায় শূন্য পাতায় ,
লিখে রাখি শুধু ভাবনা ;
তাল,লয়হীন ছন্দ তার ,
পাইনা খুঁজে তার কিনারা ।
ব্যস্ত আমি সদাই কাজে,
ভাবনাগুলি মনের মাঝেই -
নিত্য নতুন দুঃখ,সুখে ,
ভাবনা থাকে আমার সাথে ,
কল্পনাতেই দেয় সে ধরা ,
নতুন করে নুতন সাজে ।
বিশ্বঘরের খেলায় যখন -
থাকি শুধু মগ্ন ,
ভাঙ্গা স্বপন, মনের বেদন ,
সাথ ছাড়েনা যারা !
ভাবনাগুলোও পাল্টে পট ,
দেয় যে আমায় ধরা ।
সূর্য ওঠে অস্ত যায় ,
আসে নুতন ভোর ,
নূতন দিনে নতুন ভাবে -
জাগায় মনে আশা ,
শুধু ভাবনাগুলোই আমার সাথে ,
একই ভাবে থাকবে জীবনভোর ।
@নন্দা 11-7-17 8-30PM ,,
No comments:
Post a Comment