Friday, July 21, 2017

এখনও খুঁজি
   নন্দা মুখার্জী রায় চৌধুরী


রাত্রি গভীর, নিস্তব্ধ চারিদিক ,
বিরহযন্ত্রনা বুকে আছে চাপা ,
শ্রাবণের এই বরষার রাতে ,
একা একা রাত জাগা ।

হৃদয়মাঝে উত্তাল সমুদ্র ,
বারেবারে মুছি আঁখি ,
অপেক্ষায় কাটে রাত ,
আজও তোমায় খুঁজি ।

আসবেনা তুমি আর কখনো ,
মানেনা  যে এ মন ,
অপেক্ষার দ্বার হবেনা বন্ধ ,
কেমনে কাটাবো এ জীবন ?

@নন্দা   21-7-17  12-30AM 

No comments:

Post a Comment